TOP বিনোদন

এবার অমিতাভের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

Loading...

অমিতাভ বচ্চন যে পরিচালক আর বাল্কি-র খুব প্রিয় পাত্র, তা আর না বললেই চলে ৷ কারণ, আর বাল্কির কোনও ছবিতে অমিতাভ থাকবে না, তা হতেই যেন পারে না ! জানুয়ারি মাসের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে আর বাল্কির ছবি ‘প্যাডম্যান’ ৷ এই ছবির রিলিজ আগেই আর বাল্কি জানিয়ে দিলেন এই ছবিতে অক্ষয় থাকলেও, পরের ছবিতে তিনি ফের নিয়ে আসছেন অমিতাভ বচ্চনকে ৷ সঙ্গে অবশ্যই কঙ্গনা রানাওয়াত ৷

জানা গিয়েছে, অমিতাভ ও কঙ্গনাকে জুটি বেঁধে একেবারে অন্যরকম এক ছবি আনতে চলেছেন বাল্কি ৷ ছবিটি অনুপ্রাণিত মাউন্টেনিয়র অরুণিমা সিনহার জীবনী থেকে ৷ যেখানে কঙ্গনাকে দেখা যাবে প্রতিবন্ধীর চরিত্রে ৷ আর তার মাস্টার অমিতাভ ৷ চলতি বছরের জুলাই মাস থেকেই শুরু হবে এই ছবির শ্যুটিং !

সুত্র ঃ নিউজ ১৮

আরও পড়ুন

আজ: বুধবার 10 জানুয়ারি 2018: রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার দিনটি

সরকারিভাবে প্রাথমিকে ইংরেজিভাষা নিষিদ্ধ করল ইরান।

মন মেতেছে মিমির এখন যশকে ঘিরে !সোশ্যাল মিডিয়ায় জানালেন মিমি

পৃথিবী থেকে বিদায় নিলেন ‘ওল্ড মঙ্ক’-এর জন্মদাতা

Loading...

Comments

comments