TOP আন্তর্জাতিক

গর্ভবতী মহিলার পেটের উপর হাজার হাজার মৌমাছি! কারণ জানলে আপনিও চমকে উঠবেন

Loading...

এই নিয়ে চতুর্থ সন্তানের জন্ম দিতে চলেছেল এমিলি।

এক-আধটা নয়, প্রায় হাজার বিশেক মৌমাছি বসে রয়েছে এক গর্ভবতী মহিলার পেটের উপর। তাঁর চেহারায় অবশ্য ভয়ের কোনও চিহ্ন নেই। দিব্যি হাসছেন।

হঠাৎ এই দৃশ্য দেখলে চমকে যেতে হয়। তবে একটু খেয়াল করলে বুঝবেন, মৌমাছিগুলিকে ওই মহিলাই বসতে দিয়েছেন তাঁর পেটের উপর।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের এমিলি মুলার তাঁর গর্ভবতী হওয়ার খুশিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। এই নিয়ে চতুর্থ সন্তানের জন্ম দিতে চলেছেল তিনি। পেশায় এমিলি এক মৌমাছি সংরক্ষণ সংস্থার মালিক। কয়েকদিন আগেই তাঁর ইচ্ছা হয়, মৌমাছিদের সঙ্গে ছবি তুলবেন।

এর কারণ তিনি জানান, ‘‘মৌমাছিরা পরিবেশের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। নিজেদের কাজের মধ্যে দিয়ে জীবন-মৃত্যু দুটোর ছবিই সুন্দরভাবে ফুটিয়ে তোলে ওরা। আমার ইতিমধ্যেই তিনবার মিসক্যারেজ হয়েছে। যে সন্তানরা পৃথিবীর আলো দেখার আগেই চলে গিয়েছে, তাদের কথা মনে রেখেই এই ছবিগুলো তুললাম।’’

এতগুলি মৌমাছির স্পর্শ কেমন লাগল এমিলির? এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘‘গর্ভের উপর যখন ওরা (মৌমাছিরা) বসেছিল, একটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি হচ্ছিল। এমন আধ্যাত্মিক অনুভূতি, যার সবটা হয়তো মুখে ব্যাখ্যা করা যায় না।’’

এতগুলি মৌমাছির সান্নিধ্যে থেকে ছবি তোলা যে বিপদের, তা অবশ্য মানতে নারাজ এমিলি। তিনি বলেন, ‘‘আমি বরং মানুষকে বোঝাতে চাইছি ওরা একেবারেই ক্ষতিকারক নয়। এই উদ্যোগটাই হয়তো মৌমাছি সংরক্ষণের ব্যাপারে মানুষকে আরও সচেতন হতে সাহায্য করবে।’’

আরও পড়ুন:

ধর্ষক বাবা জেলে, এবার খবরের শিরোনামে কিসিং বাবা!

রণবীরকে ২৪ বার চড় মারলেন এই সিনিয়র অভিনেতা কারেক্ট শটে না হওয়ায়

Loading...

Comments

comments