TOP বিনোদন

গত এক বছর ধরে কোমায় থাকার পর প্রয়াত হলেন পরিচালক নীরজ ভোরা

Loading...

প্রয়াত হলেন পরিচালক নীরজ ভোরা। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। গত এক বছর ধরে কোমায় থাকার পর প্রয়াত হন নীরজ ভোরা। বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলনে ওই খবর জানান পরিচালক অশোক পন্ডিত।

জানা যাচ্ছে, জুহুর একটি হাসপাতালে বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা, পরিচালক নীরজ ভোরা। বুধবার  রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর ভোরের দিকেই শেষ হয়ে যায় জীবনের সব লড়াই।

২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হন বলিউডের ওই জনপ্রিয় পরিচালক। এরপরই কোমায় চলে যান তিনি। প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িতেই চিকিত্সা চলছিল তাঁর। কিন্তু, বুধবার রাত থেকে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা  হয়নি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনেমা জগতে।

https://twitter.com/SirPareshRawal/status/941132592966901760

 

সূত্র ঃ ২৪ ঘণ্টা

আরও পড়ুন

এই বলিউড অভিনেত্রীরা খুব অল্প বয়সেই বিয়েটা সেরে ফেলেছিলেন, তাঁরা কারা দেখুন

আসছে জুরাসিক পার্ক সিরিজের নতুন ছবি, দেখে নিন সেই ছবির ট্রেলর

নতুন বউ ভারতীকে কেমন আপ্যায়ন করল শ্বশুরবাড়ি? দেখুন ভিডিওতে

প্রায় ৩৭ লক্ষ বছরের পুরনো ‘লিটল ফুট’ প্রজাতির পরিপূর্ণ কঙ্কাল উদ্ধারের চেষ্টায় সফল হলেন গবেষকরা

Loading...

Comments

comments