TOP নিউজ সোশ্যাল

বিপুল জনসংখ্যার মধ্যে সঠিক পরিমাণে আয়কর জমা দেন মাত্র ২কোটি ভারতীয়৷

Loading...

২০১৬সালের জনগণনা তথ্য অনুযায়ী, ভারতে জনসংখ্যার পরিমাণ কয়েক মিলিয়ন৷ কিন্তু সেই বিপুল জনসংখ্যার মধ্যে সঠিক পরিমাণে আয়কর জমা দেন মাত্র ২কোটি ভারতীয়৷ অর্থাৎ যা মোট জনসংখ্যার মাত্র ১.৭শতাংশ৷ ভারতের আয়কর দফতরের তরফে ২০১৫-১৬ আর্থিকবছরের একটি রিপোর্ট পেশ করা হয়েছে৷ সেই রিপোর্টেই উঠে এসেছে এই তথ্য৷

আয়কর দফতরের দেওয়া তথ্যে আরও একটি বিষয় উঠে এসেছে৷ জানা গিয়েছে, ২০১৫-১৬ আর্থিকবছরে প্রায় ৪কোটি ৭লক্ষ ব্যক্তি আয়কর রিটার্ন ফাইল করেছেন৷ যা ২০১৪-১৫ আর্থিক বছরের তুলনায় বেশ কিছুটা বেশি হলেও, তাদের মধ্যে মাত্র দু কোটি ব্যক্তিই আয়কর জমা দিয়েছেন৷

২০১৪-১৫ আর্থিক বছরে ৩কোটি ৬৫লক্ষ ব্যক্তি আয়কর রিটার্ন ফাইল করেছিলেন৷ যাদের মধ্যে সঠিক ট্যাক্স জমা দিয়েছিলেন মাত্র ১কোটি ৯১লক্ষ জন৷ করযোগ্য সীমার নীচে আয় দেখিয়ে বাকি ব্যক্তিরা আয়কর দেন না বলে জানিয়েছে আয়কর দফতর৷

প্রসঙ্গত, ২০১৪-১৫ আর্থিক বছরের তুলনায় ২০১৫-১৬ আর্থিকবছরে আয়কর আদায়ের পরিমাণ বেশ কিছুটা কম৷ ২০১৫-১৬ আর্থিকবছরে আয়কর আদায়ের পরিমাণ মাত্র ১কোটি ৮৮লক্ষ৷ অপরদিকে, ২০১৪-১৫ আর্থিক বছরে আয়কর আদায়ের পরিমাণ ছিল ১কোটি ৯১লক্ষ৷

সূত্র ঃ কলকাতা ২৪*৭

আরও পড়ুন

নতুন বছরে পুরনো সিস্টেমে আর চালানো যাবে না হোয়াটসঅ্যাপ

আয়ুর্বেদ অনুযায়ী কীভাবে জল খেলে শরীরকে সুস্থ রাখা যায়?

প্রথম স্যানিটারি ন্যাপকিন কেনার লজ্জা কীভাবে কাটিয়েছিলেন রাধিকা আপ্তে?

অনস্ক্রিন চুমুতে দেখা যায় না কেন? নিজেই উত্তর দিলেন সলমন

Loading...

Comments

comments